ভৈরবে পৃথক দুর্ঘটনায় প্রবাসীসহ দুই জনের মৃত্যু
২৬ নভেম্বর ২০২১ ১৭:০৭
ভৈরব: ভৈরবের শ্রীনগরে গাছের ডাল কাটতে গিয়ে মিলন মিয়া নামে এক প্রবাসী ও মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল নিয়ে রেস করার সময় দুর্ঘটনায় আল-আমিন নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরেক কিশোর।
নিহত কিশোর শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের শহীদুল ইসলাম ওরফে চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিহতের চাচা বাবুল মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তার ভাতিজা মারা গেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে বিকালে শ্রীনগরে গাছের ডাল কাটতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মিলন মিয়া (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়। তিনি শ্রীনগর পশ্চিম পাড়া এলাকার লায়েছ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, গত ৫ দিন আগে তিনি ছুটি নিয়ে সৌদি আরব থেকে বাড়ি এসেছিলেন।
সারাবাংলা/এমও