কেরানীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু
২৭ নভেম্বর ২০২১ ১৯:৫৮
ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু হয়েছে। এরা হলেন মৌসুমী আক্তার (২৭) ও শাশুড়ি রূপবানু (৬৫)। এ ঘটনায় মৌসুমীর মেয়ে মোহানা (৬) আহত হয়েছেন।
শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। রূপবানু ঘটনাস্থলে মারা যান। মৌসুমীকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
রূপবানুর ছেলে হাবিবুর রহমান জানায়, তাদের বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জের নোয়ারদা এলাকায়। সকালে তার মা রূপবানু মৌসুমী ও মৌসুমীর মেয়ে মোহনা মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা নিতে। টিকা নিয়ে সিনজি যোগে হাসনাবাদ ব্রিজের গোড়ায় নামে। সেখান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামীর পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে তাদেরকে আদ্ব-দীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা রূপবানুকে মৃত ঘোষণা করে। মৌসুমীকে ঢামেক হাসপাতালে নিয়ে নিলে মারা যায়। আহত অহনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাবিব আরও জানায়, তার বড় ভাই মৌসুমীর স্বামী মোহন মিয়া সৌদিপ্রবাসী। তার ভাবি মৌসুমী ও মা রুপবানু সৌদি আরব ওমরাহ হজে যাওয়ার কথা। সেই কারণে করোনার টিকা নিতে মিটফোর্ড হাসপাতালে এসেছিল তারা। টিকা নিয়ে যাওয়া পথের এ দুর্ঘটনার শিকার হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার (ইন্সপেক্টর তদন্ত) খালেদুর রহমান জানান, হাসনাবাদ ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে কোন গাড়ি মেরেছে এখনও জানতে পারিনি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
সারাবাংলা/এসএসআর/একে