Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, নিজের জন্য নয়: গোলাম দস্তগীর গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২১ ২১:০৩

ঢাকা: আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, নিজের জন্য নয় বলে জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ডাক বিভাগীয় সভা কক্ষে (ঢাকা জিপিও) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি নিজেদের জন্য নয়। আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এমনও সময় গিয়েছে মুক্তিযোদ্ধারা পালিয়ে বেড়িয়েছে। যারা যুদ্ধ করেছিলাম বাংলাদেশে থেকেও আমরা পালিয়ে বেড়িয়েছি। এটা আমাদের জন্য কত যে কষ্ট, বোঝাতে পারবো না। এরপর বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে আমাদের সম্মান দিলেন। এখন আমরা মধ্যম আয়ের দেশে রয়েছি। আমাদের আর্থিক সঙ্গতি অনেক বেড়েছে।’

বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় না থাকলে হয়তো, আমরা যারা মুক্তিযোদ্ধা আজ সম্মাননা নিচ্ছি তাদের হয়তো পালিয়ে বেড়াতে হতো। স্বাধীনতার সুখ কাকে বলে পাকিস্তান আমল যারা দেখেছেন তারাই ভালো বলতে পারবেন। স্বাধীনতার সুখটা কি? বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে কি করেছেন গেছেন সেটা আমরা বুঝি। এই স্বাধীনতা না পেলে আমরা কিছুই পেতাম না’, বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘দেশের আপামর সবাই যদি আমাদের সঙ্গে না থাকতো, খাবার-আশ্রয় না দিতো তাহলে আমাদের পক্ষে যুদ্ধে টিকে থাকা সম্ভব ছিলো না। একসময় মুক্তিযোদ্ধারা এই দেশে পালিয়ে বেড়িয়েছে আর সেটা বন্ধ করেছেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের আজকের যে রূপান্তর এটা বিশ্বের কাছে বিস্ময়।’

বিজ্ঞাপন

খেতাবপ্রাপ্ত ৩ মুক্তিযোদ্ধার সম্মানে স্মারক খাম উন্মোচন

 

এদিকে অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খেতাবপ্রাপ্ত ৩ বীর মুক্তিযোদ্ধার সম্মানে স্মারক খাম ও ৮টি পোস্টকার্ড উন্মোচন করে ফিলাটেলিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি)।

যাদের নামে স্মারক খাম উন্মোচন করা হয় তারা হলেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও বীর মুক্তিযোদ্ধা মাসরুর উল হক সিদ্দিকী (কমল সিদ্দিকী) বীর উত্তম।

ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি)-এর সভাপতি হাবিবুল আলমের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ আরও উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, যমুনা ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া, দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের প্রধান উপদেষ্টা সানিয়া বিনতে মাহতাবসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/এমও

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর