Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ডিসেম্বর থেকে সশরীরে বিচারকাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ১৪:৩৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: আগামী বুধবার (১ ডিসেম্বর) থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) সবগুলো বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হবে।

সোমবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ হ্রাস পাওয়ায় প্রায় দেড় বছর পর সুপ্রিম কোর্টের সবগুলো বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হতে যাচ্ছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

বিচারকাজ সশরীরে বিচারকাজ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর