Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

লোকাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ১৭:০৯

হিলি: বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বিরামপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এসব মাদক জব্দ করেছিলেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের আওতায় এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলো হলো- ৩৫ হাজার বোতল ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজনা সিরাপ ৩৩ হাজার পিস ও ১৩ হাজার পিস অ্যাম্পল।

এর আগে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ২৯-বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাস পর্যন্ত ২১ মাসে এসব মাদক দ্রব্য জব্দ করে বিজিবি।

সারাবাংলা/এমও

বিজিবি বিরামপুর বিরামপুর সীমান্ত মাদক ধ্বংস

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর