Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ২১:২৬

ঢাকা: ব্যক্তিশ্রেণির আয়কর দাতাদের বার্ষিক রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ এ মুমেন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হয়েছে। ফলে করদাতারা জরিমানা ছাড়াই আগামী মাস জুড়ে কর দিতে পারবে। দেশে কোনো মহামারি কিংবা দুর্যোগ পরিস্থিতি হলে বিশেষ ব্যবস্থায় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে সরকার। এর অংশ হিসেবে করোনা সংক্রমণের মধ্যে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১৮৪ জি ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানো হয়েছে।’

এদিকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতার ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

সারাবাংলা/এসজে/পিটিএম

আয়কর টপ নিউজ মেয়াদ রিটার্ন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর