চাঁপাইনবাবগঞ্জে ৪৭ বছর পর আওয়ামী লীগের জয়
৩০ নভেম্বর ২০২১ ২২:১১
চাঁপাইনবাবগঞ্জ: সর্বশেষ ১৯৭৪ সালে আওয়ামী লীগের প্রয়াত সিরাজুল ইসলাম সনি মিয়া তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর বিগত ৪৭ বছরেও এই পৌরসভায় দলটির কোনো প্রার্থী চেয়ারম্যান অথবা মেয়র হিসেবে জয় পাননি। তবে প্রায় চার যুগ পর ক্ষমতাসীন দলটির মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান সেই জয় পেলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সীমানা জটিলতায় স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নৌকা প্রতীকে মোখলেসুর রহমান বেসরকারিভাবে মেয়র হিসেবে জয়লাভ করেছেন।তিনি পেয়েছেন ৪৮ হাজার ৬১৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন মোবাইলফোন প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৪ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান ভোটের এই ফলাফল ঘোষণা করেন। তিনি আরও জানান, অপর দুই মেয়র প্রার্থীর মধ্যে নারিকেল গাছ প্রতীকে স্থানীয় বিএনপি সমর্থিত নজরুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৪৫৫ ভোট। জগ প্রতীকে ২ হাজার ১৮০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন সাবেক শিবির নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান। মোট বৈধ ভোটের সংখ্যা ৮৪ হাজার ৮৬২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪২।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। এদের মধ্যে বিকেল ৩টায় বিভিন্ন অনিয়ম-কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন। এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।
সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হয় আজ (মঙ্গলবার)। সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৫টি ওয়ার্ডের ৭২টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৬ অক্টোবর সীমানা জটিলতায় হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।
সারাবাংলা/এনএস