Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি-জামায়াত পাকিস্তানের পতাকা ওড়াতে চায়’

সারাবাংলা ডেস্ক
১ ডিসেম্বর ২০২১ ১৯:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত আমাদের জাতীয় পতাকার বদলে পাকিস্তানের পতাকা ওড়াতে চায়। তারা দণ্ডিত আসামি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসত্য তথ্য প্রচার করছে। একজন দণ্ডিত আসামিকে তারা বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি তুলছে। দণ্ডিত আসামি বিদেশে গিয়ে তার ছেলে আরেক দণ্ডিত আসামির সঙ্গে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা আমরা হতে দিতে পারি না।

বুধবার (১ ডিসেম্বর) সকালে সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

আ জ ম নাছির আরও বলেন, ‘দল ক্ষমতায় আছে, কিন্তু চারদিকে অনেক বিভীষণ। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভালো পথে, ভালো রাস্তায় চলতে হবে।’

গোলাম মোস্তফা স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য জামশেদুল আলম চৌধুরী, চকবাজার থানা কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও রুমকি সেনগুপ্ত।’

সারাবাংলা/আরডি/পিটিএম

পতাকা পাকিস্তান বিএনপি-জামায়াত


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর