হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
২ ডিসেম্বর ২০২১ ১৪:৪৫
নোয়াখালী: সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য শর্তহীন অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সড়কের সব হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবিও জানিয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মাইজদী টাউন হল মোড়ে নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
এক ঘণ্টার এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজ শিক্ষার্থী সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখে শিক্ষার্থী আহমদ রিয়াদ, কানিজ ফাতেমা, প্রমা, কামরুল হাসান শাকিল, মুনা, ফারদিন আহমেদ শিপন, মুনতাহা প্রীতি, দীপন মজুমদারসহ অন্যরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলছে, গত কয়েক বছরে বিভিন্ন সড়কে বাসচাপায় অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যেও দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এছাড়া অর্ধেক ভাড়া দিতে চাইলে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরও বলে, আমরা এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই। সড়কে যেন আমাদের আর কোনো ভাই-বোনকে প্রাণ না হারাতে হয়, আমরা সেই দাবি জানাই। দুর্ঘটনায় যারা হতাহত হয়েছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানাই। এর সঙ্গে অবশ্যই সারাদেশের সব শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করতে হবে।
সারাবাংলা/টিআর
নিরাপদ সড়কের দাবি বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের মানববন্ধন হাফ পাস