Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই


৮ এপ্রিল ২০১৮ ২০:৪৭ | আপডেট: ৮ এপ্রিল ২০১৮ ২৩:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকেল থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সরিয়ে দিতে রাতে কাঁদুনে গ্যাস ছোড়ে এবং ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা ফের সংগঠিত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ লাঠি চার্জ করলে আন্দোলনকারীরাও ইট-পাটকেল ছুড়তে থাকে।

বিজ্ঞাপন

https://www.youtube.com/watch?v=oPSfK9DG_hQ&feature=youtu.be

রোববার (৮ এপ্রিল) রাতে সাড়ে ৮টায় এই সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। শাহবাগ মোড় থেকে টিএসসি মোড় পর্যন্ত কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় তারা পুলিশে পিকআপ ভ্যান এবং কয়েকটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান নেয়। হামলা করার সময় ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। আগুন নেভাতে পুলিশ জলকামান থেকে গরম পানি ছোড়ে।

সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ক্যামেরা পারসন মুনির আহমেদ আহত হন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

রাত ৯ টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় পথচারীসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও টিএসিসিসহ পুরো ক্যাস্পাসে অভিযান চালাচ্ছে পুলিশ। আন্দোলনকারীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সংগঠিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে  লাগাতার কাঁদুনে গ্যাস ছুড়ছে পুলিশ।

আরও পড়ুন

কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা

কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন

সারাবাংলা/ইউজে/আরএম/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর