Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২১ ১১:৫৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত মাহাদি হাসান লিমন (২১) গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পদ্মা অয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা বিমানবন্দর থানার ওসি (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহাদি হাসানের। তার লাশ উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

মাহাদির বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।

সারাবাংলা/ইউজে/এএম

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর