Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমের গেট বন্ধ করে পার্ক নির্মাণের প্রতিবাদ

সারাবাংলা ডেস্ক
৫ ডিসেম্বর ২০২১ ১৩:৫৮

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের প্রবেশপথ বন্ধ করে পার্ক নির্মাণ কাজ শুরুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতারা।

রোববার (৫ ডিসেম্বর) উত্তর আমেলার নিয়মিত মাসিক বৈঠক থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় তারা সরকারকে জাতীয় মসজিদের সম্মান বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান। গণমাধ্যমে ইসলামী আন্দোলনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, জাতীয় মসজিদকে আরও উন্নত ও আধুনিক করার উদ্যোগ না নিয়ে উল্টো মসজিদে প্রবেশের রাস্তা বন্ধ করে পার্ক তৈরির চেষ্টায় জাতীয় ক্রীড়া পরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের রশি নিয়ে টানাটানির খবরে জনমনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। সরকারকে এখনই জাতীয় মসজিদের সম্মান তথা কোটি কোটি মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি প্রকাশের কেন্দ্রবিন্দুর ভালোবাসা রক্ষায় হঠকারী সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। তা না হলে সাধারণ জনগণের ক্ষোভের কারণে অনভিপ্রেত পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না।

শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে সৌদি সরকারের অর্থায়নে ২৫ কোটি টাকা বরাদ্দ করে মসজিদের পূর্ব পাশে মিনার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সরকারপ্রধান শেখ হাসিনা। সেই কাজ আজ পর্যন্ত শুরু না হলেও ওই পূর্ব পাশে পার্ক নির্মাণের নামে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রীর জন্যও অত্যন্ত লজ্জার বলে মনে করি।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ২০০৪ সালে ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে থেকে অনুমতি নিয়ে এনএসসি টাওয়ার নির্মাণের সময় জাতীয় ক্রীড়া পরিষদ পূর্ব পাশের রাস্তায় মালামাল রেখেছিল। ২০০৭ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের যাতায়াতের জন্য রাস্তাটি খুলে দিতে বারবার চিঠি দিলেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। উল্টো সেই রাস্তায় দখল করে ধর্মপ্রাণ জনগণকে বিষিয়ে তুলছে এই কুচক্রী মহলটি।

জাতীয় মসজিদের পূর্ব পাশের রাস্তা খুলে দিয়ে মিনার নির্মাণের আহ্বান জানিয়ে মাসউদ আরও বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে আঘাত দিয়ে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। অনতিবিলম্বে পূর্ব পাশের রাস্তা খুলে দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পূর্ব পাশের মিনার নির্মাণ করতে হবে।

নগর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসনে, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), অর্থ সম্পাদক ডাক্তার মুজিবুর রহমানসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্ক নির্মাণ পূর্ব গেট বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর