Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিমের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৮:৫৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১৯:১৮

ঢাকা: চলমান আলিম পরীক্ষার দুটি বিষয়ের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বিষয় দুটি হলো হাদিস ও উসুলুল হাদিস এবং আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান।

রোববার (৫ ডিসেম্বর) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে বোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়— অনিবার্য কারণবশত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ৬ ডিসেম্বরের হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষাটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি আগামী ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

দুই বিষয়ের পরীক্ষাই সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় দুই বিষয়ের পরীক্ষার তারিখে পরিবর্তন আনা হয়েছে। তবে এ বিষয়ে বোর্ডটির চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/টিএস/একে

আলিম পরীক্ষা শিক্ষাবোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর