Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসপির ‘মদদে’ ব্যবসায়ীর নামে ১৮ মামলা: জুডিশিয়াল তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ২৩:০৫

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: মাত্র দুই মাসের ব্যবধানে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮ মামলা দায়েরের ঘটনায় দিনাজপুরের পুলিশ সুপারের (এসপি) সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী তিন মাসের মধ্যে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরির্দশকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পরে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া জানান, মাত্র দুই মাসের ব্যবধানে ১৮ মামলা দায়েরের ঘটনায় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক বরাবর আবেদন করেছিলেন ব্যবসায়ী মো. খলিলুল্লাহ আজাদ মিল্টন। কিন্তু পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এরপর পুলিশ সুপারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গত ১৫ নভেম্বর রিট করা হয়। রিটে এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

ব্যবসায়ী খলিলুল্লাহ আজাদ মিল্টন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন। জেলা পরিষদ, পিডব্লিউডি, এলজিইডিসহ অনেক সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

১৮ মামলা ব্যাবসায়ী হাইকোর্ট

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর