ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ০৮:৫৯
৮ ডিসেম্বর ২০২১ ০৮:৫৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান ও ঘাট কর্তৃপক্ষ জানায়, গত রাত ১১টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা ঘন হয়ে তীব্র আকার ধারণ করে। এতে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
পরে দুঘর্টনা এড়াতে এ নৌরুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে ছোট-বড় ৫৫টি যানবাহন নিয়ে ছোট-বড় চারটি ফেরি আটকা পড়ে মাঝ নদীতে। এ সময় তীব্র শীতে ও যানজটে ঘাট এলাকায় চরম দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিম আঞ্চলের হাজারও যাত্রী।
সারাবাংলা/এএম