Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপের প্রভাব কেটে গেছে, নেমেছে সতর্ক সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ১০:৫৯

ঢাকা: লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের কাছাকাছি এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো সাবধানে চলাচল করবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে গিয়ে আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এই সময়ে রাতের তাপমাত্রা কমবে তবে দিনের দিকে তাপমাত্রা বাড়বে।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় রাতের দিকে তাপমাত্রা আরও কমে যাবে। তবে বর্ধিত পাঁচদিনে আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না। আর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

সারাবাংলা/জেআর/এএম

আবহাওয়া টপ নিউজ লঘুচাপ সতর্ক সংকেত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর