Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যমান ভ্যাকসিনই ঠেকাবে ওমিক্রন: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২১ ১১:২১

ফাইল ছবি

বিদ্যমান ভ্যাকসিনগুলো করোনাভাইরাসের (কোভিড-১৯) ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধ করবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি ওমিক্রনে সংক্রমিত ব্যক্তিদের গুরুত্বর অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। খবর বিবিসি।

প্রথম ল্যাব পরীক্ষায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি আংশিকভাবে ফাইজারের ভ্যাকসিনকে এড়িয়ে যেতে পারে। তবে ভ্যাকসিনের অ্যান্টিবডিগুলো বৃহৎ পরিসরে ওমিক্রনকে প্রতিরোধ করছিল বলে জানিয়েছেন গবেষকরা।

বিজ্ঞাপন

ডব্লিউএইচও’র এমার্জিন্সি ডিরেক্টর ডা. মাইক রায়ান বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, করোনার অন্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন বর্তমান ভ্যাকসিনগুলোকে প্রতিরোধ করতে পারবে তার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘ওমিক্রনের জন্য আমাদের কাছে অত্যন্ত কার্যকরী ভ্যাকসিন রয়েছে, যা এখন পর্যন্ত করোনার সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে— গুরুতর রোগ এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে। আর এমনটা আশা করার কোনো কারণ নেই যে, এটি ওমিক্রনের বিরুদ্ধে কর্যকর হবে না।’

তিনি বলেন, ‘প্রাথমিক তথ্য থেকে বোঝা যায়— ওমিক্রন ডেল্টা এবং অন্যান্য স্ট্রেনের মতো মানুষকে অতটা অসুস্থ করছে না। আর যদি কিছু হয়ও তার তীব্রতা অনেক কম।’

তবে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে করা গবেষণায় দেখা গেছে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন করোনার মূল স্ট্রেনের তুলনায় ওমিক্রনের বিরুদ্ধে ৪০ শতাংশ কম কার্যকর। কিন্তু এই গবেষণাটি এখন পর্যলোচনা করা হয়নি।

সারাবাংলা/এনএস

ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর