Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাহ্ আজম শান্তনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ১৯:০৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু। তিনি ইতোমধ্যে রবি’র ভিসি হিসেবে যোগও দিয়েছেন। বুধবার (৮ডিসেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এর আগে, গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. শাহ্ আজম শান্তনুকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৬ এর ১০ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. শাহ্ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র ভাইস চ্যান্সেলর পদে যোগদানের তারিখ হতে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ।

প্রজ্ঞাপন জারির পরদিন বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কর্মস্থলে যোগ দেন ড. শাহ্ আজম শান্তনু করেন। নতুন উপাচার্য কর্মস্থলে যোগ দিতে এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে যোগদানের পর নতুন উপাচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শাহ্ আজম শান্তনু।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখাসহ সার্বিক প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ড. মো. শাহ্ আজম শান্তনু ভিসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর