Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৪টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১ ২০:৩১

মার্কিন কোম্পানির তৈরি দুর্ধর্ষ যুদ্ধবিমান এফ-৩৫ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। বহরের পুরনো এফ/এ-১৮ যুদ্ধবিমান প্রতিস্থাপনে লকহিড মার্টিনকে ৬৪টি নতুন বিমানের ক্রয়াদেশ দিয়েছে হেলসিঙ্কি। এসব যুদ্ধবিমান ক্রয়ে ব্যয় হয়ে ৯.৪ বিলিয়ন ইউরো। শুক্রবার (১০ ডিসেম্বর) ফিনিশ সরকার বিশাল সংখ্যক এ যুদ্ধাস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে।

এর আগে যুদ্ধবিমান কিনতে ফিনল্যান্ড দরপত্র আহ্বান করে। লকহিড মার্টিনসহ সুইডেনের বিমান নির্মাতা প্রতিষ্ঠান সাব, যুক্তরাষ্ট্রের বোয়িং, ফ্রান্সের ড্যাসাল্ট ও যুক্তরাজ্যের বিএই দরপত্র জমা দেয়। যাচাই বাছাই শেষে ফিনল্যান্ড সরকার লকহিড মার্টিনের প্রস্তাব অনুমোদন করে।

ফিনিশ সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ৬৪টি নতুন এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাব গ্রহণ করেছে সরকার। যুদ্ধবিমানগুলো কিনতে ১০ বিলিয়ন ইউরো ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে।

লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং ২ হলো এক আসন ও এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। আকাশে একাধিক ক্ষেত্রে সমান ভূমিকা রাখতে সক্ষম অত্যাধুনিক এই বিমান। স্টেল্থ প্রযুক্তির যুদ্ধবিমানটি আকাশে শত্রুপক্ষকে চরম আঘাত হানতে এবং স্থলে অভিযান উভয় ক্ষেত্রে সমান পারদর্শী।

সম্প্রতি ইউরোপের বড় বড় প্রতিষ্ঠানকে পেছনে ফেলে ওই মহাদেশের দুটি দেশে যুদ্ধবিমান বিক্রিতে সক্ষম হয়েছে আমেরিকান প্রতিষ্ঠানটি। গত জুনে সুইজারল্যান্ডেও এফ-৩৫ বিক্রিতে সফল হয় লকহিড মার্টিন। সারাবিশ্বে এফ-৩৫ যুদ্ধবিমানের ২১টি ঘাঁটি রয়েছে। এর মধ্যে ৯টি দেশ তাদের নিজ ভূমি থেকে এসব যুদ্ধবিমান পরিচালনা করে। গত জুন পর্যন্ত হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ৬৫৫টি এফ-৩৫এস পরিচালনা করছে বিভিন্ন দেশ।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

এফ-৩৫ যুদ্ধবিমান লকহিড মার্টিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর