স্থলে যাওয়া ‘আকাশপথযাত্রী’দের ফিরিয়ে দিলো পেট্রাপোল
১০ ডিসেম্বর ২০২১ ২৩:২৪
যশোর: মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া প্রায় শতাধিক পাসপোর্ট যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। এসব যাত্রীদের ভারতে প্রবেশ পথ পেট্রাপোল সীমান্ত পথের জায়গায় আকাশপথে ভ্রমণের নির্দেশনা ছিল।
বিমান বন্ধ থাকা এবং যাত্রীদের আর্থিক এবং নানা সমস্যার কথা বিবেচনা করে বেনাপোল এবং পেট্টাপোল ইমিগ্রেশন এতদিন দুই ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র দিতো। ফলে ভিসায় যাই থাক, যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারতেন। কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে আকস্মিকভাবে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন।
‘আকাশপথের যাত্রীরা পেট্টাপোল হয়ে ভারতে ঢুকতে পারবে না দিল্লি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা বিকালে পেট্রাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছায়। এরপর ইমিগ্রেশনের এন্ট্রির অপেক্ষায় থাকা শতাধিক যাত্রীর যাত্রা বাতিল করে দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন।
বেনাপোলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, ‘শুক্রবার বিকাল ৪টার পর থেকে ভারতে এন্ট্রির অপেক্ষমান প্রায় অর্ধশত যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে আরও ১২০ জন যাত্রী অবস্থান করছেন।’
তবে তাদের মধ্যে কতজন যাত্রী ফেরত আসবেন তা বলা যাচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/এমও