রেগুলার চেকআপের জন্য হাসপাতালে ওবায়দুল কাদের
১৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৮
ঢাকা: নিয়মিত চেকাপের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩১২ নম্বর কেবিনে বিশ্রামে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তার অক্সিজেন লেভেল, পালস রেট সবই ভালো আছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ওবায়দুল কাদের বিএসএমএমইউতে যান বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান। অন্যদিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থাগুলোর তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, গত বছর উনার হার্ট অ্যাটাক হয়, এটা তো সবাই জানে। সেই সময়েও তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিয়েছিলেন। হার্ট অ্যাটাকের পরে সুস্থ হয়ে উঠলেও তিনি নিয়মিতভাবে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে আসেন। আজকেও তেমনই এসেছেন।
বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, উনি ভালো আছেন, কোনো সমস্যা নাই। অক্সিজেন লেভেল, পালস রেট সবকিছুই স্বাভাবিক। এই চেকআপের জন্য কিছুটা সময় তিনি বিশ্রামে আছেন ৩১২ নম্বর কেবিনে।
এর আগে, ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
সারাবাংলা/এনআর/এসবি/এএম