Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র পুরনো খেলায় মেতেছে: আ জ ম নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৮:০০

চট্টগ্রাম ব্যুরো: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভুল তথ্য ও অভিযোগের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশ ও র‌্যাবের সাত শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ফের পুরনো খেলায় মেতে উঠেছে। এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তীব্র ঘৃণা প্রকাশ করছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে পাকিস্তান কায়েম হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। এখন দেশকে নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে। যারা আওয়ামী লীগের কর্মী, তাদের সতর্ক হতে হবে। আত্মঘাতী হওয়া যাবে না, আত্মসমালোচনা থাকবেই। আত্মসমালোচনা থেকে শুদ্ধ হতে হবে। ভুল-ভ্রান্তি গুছিয়ে সামনের দিকে চলতে হবে, কিন্তু কোনোভাবেই নিজেরা হানাহানি করা যাবে না।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, একাত্তরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী জাতিকে মেধাশূন্য করতে মেধাবী সন্তানদের হত্যা করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মো. ইসহাক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, নির্বাহী সদস্য মোরশেদ আকতার চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা।

বিজ্ঞাপন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দেশ গড়তে পারলে তাঁদের আত্মত্যাগ সার্থক হবে।

মঙ্গলবার সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সমবেতদের উদ্দেশে মেয়র একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর জহুরুল আলম জসিম, হাসান মুরাদ বিপ্লব, এসরারুল হক, জাহেদা বেগম পপি।

সারাবাংলা/আরডি/একেএম

আ জ ম নাছির উদ্দীন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর