Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা

সারাবাংলা ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১ ২০:১৬

ঢাকা: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ‘বাংলাদেশের অভ্যুদয়: বুদ্ধিজীবীদের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শহিদ ডা. আবদুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী শহীদল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও মো. আশরাফ আলী। ক্লাবের সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপ-কমিটির আহ্বায়ক আইয়ুব ভুঁইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া সভায় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য রেজানুর রহমান ও কাজী রওনাক হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

জাতীয় প্রেস ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর