Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম পাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১৯:০৪

জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও শোষণ-বৈষম্যহীন দেশ পায়নি দেশের মানুষ।

তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠন। অথচ, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে। সংবিধানের মূল ৪ নীতির তিনটি থেকেই দেশ সরে গেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে তাকে ফুল দিয়ে দুপুরে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও ১১ দফা ছাত্র আন্দোলনের নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হক জাপাতে যোগ দিয়েছেন।

এ সময় জাপা চেয়ারম্যান সদ্য যোগ দেওয়া নেতাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন। আজই ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হককে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জি এম কাদের বলেন, পশ্চিম পাকিস্তান শোষণ করেছে; প্রতি ক্ষেত্রে বৈষম্য করেছে আমাদের সঙ্গে পশ্চিম পাকিস্তানের এই আচরণ মেনে নিতে পারেনি দেশের মানুষ। এর প্রতিবাদে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছে। আমরা অর্জন করেছি গৌরবোজ্জল স্বাধীনতা।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়তে সংবিধানে চারটি মূলনীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সংবিধানের চারটি মূল নীতি থেকেও আমরা দূরে সরে গেছি। তিনি বলেন, সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই গণতন্ত্র আর নেই। আবার সমাজতন্ত্র বাদ দিয়ে মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতি এবং দলীয়করণ করেছে। এতে সামাজিক ন্যায় বিচার আর নেই। পশ্চিম পাকিস্তানীরা আমাদের শোষণ করতো এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে, বেগম পাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়।

বিজ্ঞাপন

এছাড়া, জাতীয়তাবাদ নিজস্বতা হারিয়েছে। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে কোনো উদ্যোগ নেই। বিজাতীয় সংস্কৃতি গ্রাস করছে আমাদের স্বকীয়তা। শুধু ধর্ম নিরপেক্ষতা বজায় আছে। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সহ সকল ধর্মের অনুসারীরা স্বাধীনভাবেই নিজ নিজ ধর্ম পালন করতে পারছে।

জি এম কাদের আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে। দুর্নীতি, দলীয়করণ আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বীতশ্রদ্ধ। তাই দেশের মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

এ সময় জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ বিরক্ত। দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ইউপি নির্বাচনে ক্ষমতাসীনরা যেভাবে শক্তি দেখিয়েছে তাতে দেশের মানুষ আর সরকারের ওপর আস্থা রাখতে পারে না। দেশের মানুষ ভালো নেই, কাজ নেই, বেড়েছে বেকারত্ব। অনেক কষ্টে দিনাতিপাত করছে সাধারণ মানুষ, দেখার যেন কেউ নেই।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক এসএম পারভেজ রহমান, কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, মোঃ রেজাউল করিম, জাকির হোসেন খান, মোঃ ফরিদ আলম, গাজীপুর সদস্য সচিব আলহাজ্ব কামরুজ্জামান মন্ডল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ আজিজ, এস এম কিবরিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর