হামলা করতে এসে ধরা হত্যা মামলার ২ আসামি
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ০২:১৫
ঢাকা: রাজধানীর নর্দান ইউনিভার্সিটিতে হামলা করতে এসে ধরা পড়েছে দুই সন্ত্রাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামের ওই দুই সন্ত্রাসীকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহতের ঘটনায়ও মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ওবায়দুর রহমান।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পর নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী শিক্ষকসহ সবপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসে। এর পর চাঁদাবাজ ও কুচক্রী একটি গ্রুপের পাঁয়তারা চলতে থাকে। তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের নামে অপপ্রচার চালায় এবং গুন্ডাবাহিনী নিয়ে আক্রমণ করে। আর এর হোতা হিসেবে কাজ করে আওয়ামী লীগ কর্মী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি।
আজ সকাল ৯ টার দিকেও তারা ২০০ জনের একটি গুন্ডাবাহিনী নিয়ে বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন মনির হোসেন ও হাবিবুর রহমান নামের বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা। হামলার এক পর্যায়ে ছাত্র-শিক্ষক-কর্মকর্তারা এক হয়ে অস্ত্রধারী দুই সন্ত্রাসী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে আটক করে রাখে। পরে যৌথবাহিনীর কাছে তাদের তুলে দেওয়া হয়।
জানা গেছে, এর আগে গত ২৬ আগস্ট তারা হামলা চালায় নর্দান ইউনিভার্সিটির করপোরেট অফিসে। অফিসে তারা বেশকিছু নারী কর্মচারীর শ্লীলতাহানির চেষ্টা করে এবং ব্যাপক ভাঙচুর করে।
জানা যায়, এই দু’জন রাজধানীর ধানমন্ডি থানার ১/১৩৬ নম্বর মামলার আসামি। এছাড়া, তাদের নামে যাত্রাবাড়ী ও দক্ষিণখান থানাতেও মামলা আছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম