Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমে যাচ্ছে দিনের তাপমাত্রা, বাড়বে শীতের প্রভাব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ০৮:৩২

ঢাকা: প্রকৃতি থেকে বিদায় নিয়েছে অগ্রহায়ণ, শীতের চাদর মুড়ি দিয়ে হাজির হয়েছে পৌষ। হিম হিম আমেজে শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে শহর-গ্রামে। আর সেজন্যই কমে যাচ্ছে দিনের তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশের কোথাও কোথাও সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে হাঁড় কাঁপানো শীতের দেখা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার লক্ষণও রয়েছে পূর্বাভাসে।

আবহাওয়াবিদ মো. বজলুর রহমান জানিয়েছেন, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমই থাকবে। আগামী দুই দিনে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে আর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস বলছে রাতের তাপমাত্রা কমে যাবে।

অন্যদিকে আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি বলছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

বাড়বে শীতের প্রভাব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর