Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই শীতে ওমিক্রন অতি দ্রুতগতিতে ছড়াবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ১২:৫৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে অতি দ্রুতগতিতে ছড়ানো শুরু করবে। তিনি মার্কিন নাগরিকদের টিকা বা বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যারা এখনো টিকা নেননি এই শীতে তাদের মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আপনারা টিকা নিলে এই মারাত্মক ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারেন।

বিজ্ঞাপন

জো বাইডেন বলেন, মহামারি করোনাসভাইরাস দুঃস্বপ্নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমেরিকার স্নায়ুবিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে দৈনিক গড় আক্রান্তের হার ছিল ৮৬ হাজার। সেখানে ১৪ ডিসেম্বর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজারে। এ সময়ের ব্যবধানে আক্রান্তের হার ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাইডেন বলেন, যারা ইতোমধ্যেই ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ এবং যারা এখনো টিকা নেননি তাদের টিকা নিতে হবে।

এদিকে জি-৭ এর স্বাস্থ্যমন্ত্রীরা করোনাবাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এ ভ্যারিয়েন্টকে তারা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস জো বাইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর