Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগ রেলগেটে বিকালে শেফালী, সন্ধ্যায় নেছারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২১ ২২:৪৬

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ও সন্ধ্যায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেফালী বেগম (৫০) ও নেছার উদ্দিন (৩৩)। নামে এক মারা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেনের ধাক্কায় যুবক নেছার উদ্দিন মারা যান। তিনি খিলগাঁও এলাকায় একটি বাসার নিরাপত্তাকর্মী ছিলেন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে নেছারকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পথচারী ওবায়দুল শেখ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে রেল লাইন অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয় নেছার। সেখান থেকে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসেন নিহতের স্ত্রী মুক্তা আক্তার। তিনি জানান, তারা খিলগাঁওয়ের তালতলা একটি বাসায় থাকেন। ওই বাড়িতে তার স্বামী নিরাপত্তা কর্মীর কাজ করতেন। সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে বের হন। রাতে দুর্ঘটনার শুনে হাসপাতালে এসে মৃতদেহ দেখতে পাস।

এর আগে, শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মগবাজার কমিউনিটি হাসপাতালে আয়ার চাকরি করতেন।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা শেফালীকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

মালিবাগ রেলগেট

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর