Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৯:০০

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়নি। সারাদেশের মতো রূপগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও নতুন ভবন হ‌য়ে‌ছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কান্দাপাড়া এলাকায় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব‌নি‌র্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, রূপগঞ্জের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আমার বাবা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বার বার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। তার চেষ্টায় প্রধানমন্ত্রী আমাদের নতুন ভবন দিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তি‌নি বলেন, শিক্ষার্থীদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস পড়তে হবে। সঠিক ইতিহাস জানতে হবে। কিছু লোক ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বিকৃত করেছে। বিএনপি-জামায়াত সব সময় চেয়েছে সঠিক ইতিহাস মুছে ফেলতে। প্রকৃত ইতিহাস তোমাদের জানতে হবে। না হলে তোমরা এগিয়ে যেতে পারবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমাদের জানতে হবে। তিনি এ দেশের মানুষের জন্য কী করেছিলেন, কিভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো— এসব তোমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানা তোমাদের জন্য খুবই জরুরি। কিভাবে আমাদের এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, কেনো এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল।

 

শিক্ষার্থী‌দের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ম‌নোযোগী হওয়ার আহ্বান জানিয়ে গোলাম মুর্তজা পাপ্পা ব‌লে‌ন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে, না হলে শরীর মন ভালো থাকবে না। এছাড়া, ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেন ফলাফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে। দেশ‌কে এগিয়ে নি‌তে হবে।

কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম সো‌হে‌লের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারাবো পৌরসভার কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, রাসেল সিকদার, লায়লা পারভীন ও মাহফুজা আক্তার, যুবলীগ নেতা আজাবুর রহমান, তারাবো পৌরসভা যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ছা‌রোয়ার হো‌সেন রা‌ছেল, আওয়ামী লীগ নেতা অ‌লিউল্লাহ মি‌জিসহ অন্যান্যরা।

সারাবাংলা/আইই

গাজী গোলাম মুর্তজা পাপ্পা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর