Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনিদের জন্য জান্নাত চেয়ে পদ হারালেন পৌর আ.লীগের ধর্মবিষয়ক নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৯:৪৬

রাজশাহী: বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। সেই দোয়ায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের জন্য ‘জান্নাত’ চাওয়া হয়েছিল। এরপর সেই দোয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুর রাজ্জাককে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনাটি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। তাহেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনারে বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। মোনাজাত করছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

১৬ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিওতে আব্দুর রাজ্জাক, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের খুনিদের জন্য জান্নাত প্রার্থনা করেন।

মোনাজাতের সময় সেখানে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর ও সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদসহ অন্য নেতারা। ভিডিওতে উপস্থিত সব নেতাকর্মীদের তখন ‘আমিন’ বলতে শোনা যায়।

তবে এ ঘটনার পর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুর রাজ্জাককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহেরপুর পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘মোনাজাত করতে গিয়ে ভুলবশত এমনটি হয়েছিল। পরে ভুল স্বীকার করে তা সংশোধন করে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা মনে করি এই ভুল গ্রহণযোগ্য নয়। তাই আজই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয় নিয়ে রাজশাহী জেলা ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর বলেন, ‘খন্দকার আব্দুর রাজ্জাক অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য শব্দ উচ্চারণ করেছেন। এ জন্য জরুরি সভা করে তাকে পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে দলের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

আ.লীগ আওয়ামী লীগ জান্নাত ধর্মবিষয়ক নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর