Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ কিনতে গিয়ে বাসচাপায় নিহত দুই

লোকাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৩:৩৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৫:৩৬

হাকিমপুর (দিনাজপুর): বিরামপুরে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী শ্যামলী বাসের চাপায় ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়– মন্ডলের ছেলে সাইদুল ইসলাম(৪৫)।এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানে চালক ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রোববার সকালে ভ্যানে চড়ে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিল দুইজন। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি উঠা মাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুইজন নিহত হন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ বাসচাপায় নিহত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর