Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৭ জন

সারাবাংলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১ ২০:১২

ঢাকা: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৭ জন। শুক্রবার (২৪ ডিসেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ সাতটি পুরস্কার প্রদান করা হবে।

এ বছর বাংলা একাডেমি পরিচালিত সাতটি পুরস্কার হলো— রবীন্দ্র পুরস্কার-২০২১, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২১, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২১, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২১ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার (দ্বি-বার্ষিক পুরস্কার)-২০২১।

বিজ্ঞাপন

এবার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন ড. আতিউর রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইনাম আল হক। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সুকুমার বড়ূয়া। প্রথমবারের মতো ২০২১ সালে প্রবর্তিত অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন ফেরদৌসী মজুমদার। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ড. তসিকুল ইসলাম রাজা। ‘করোনা বৃত্তান্ত’ বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কারে ভূষিত হয়েছেন সৌমিত্র চক্রবর্তী।

সারাবাংলা/আইই

বাংলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর