Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস বলুন-লিখুন— বীর মুক্তিযোদ্ধাদের মেয়র রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ২১:২৬

চট্টগ্রাম ব্যুরো: একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ‍মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজয়ের মাসে রোববার (১৯ ডিসেম্বর) ১৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় মেয়র এসব কথা বলেন। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র রেজাউল করিম চৌধুরী বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যুদ্ধকালীন বিভিন্ন কার্যক্রম, অপারেশন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন তথ্য এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধের ইতিহাস লিপিবদ্ধ করে যান। যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন, তাদের কাছে বলুন, তারা সেগুলো লিপিবদ্ধ করে রাখুক। আপনারা নিজেরাও লিখে যান। নতুন প্রজন্মের কাছে সেগুলো উপস্থাপন করুন। না হলে একদিন মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো হারিয়ে যাবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব ডা. জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম সিটি মেয়র মুক্তিযুদ্ধের ইতিহাস রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর