Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজারের শীর্ষ আইএস নেতা ফরাসি সেনা হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১ ১৭:২৬

ফ্রান্স সেনাবাহিনী জানিয়েছে জঙ্গিগোষ্ঠী এইএস’র বৃহত্তর সাহারা অঞ্চলের শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। গত বছর নাইজারে ৬ ফরাসি নাগরিক হত্যার জন্য আইএস’র ওই নেতা প্রধান সন্দেহভাজন ছিলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে ফ্রান্সের সেনাবাহিনী জানায়, সোমবার পশ্চিম নাইজারে সৌমানা বউরা নামক জঙ্গি নেতাকে হত্যা করা হয়। তিনি ইসলামিক স্টেট বৃহত্তর সাহারা অঞ্চলের প্রধান। সেনা হামলায় তার সঙ্গে আরও প্রায় এক ডজন জঙ্গি নিহত হয়।

২০২০ সালের আগস্টে এনজিও অ্যাক্টেডের ৬ সদস্যকে নাইজারের রাজধানী নিয়ামের পাশে এক পার্কে হত্যা করে আইএস। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের আগস্টে একটি ভিডিও ফুটেজে দেখা যায় সৌমানা বউরা এনজিও কর্মীদের হত্যা করছেন। এ ঘটনার বদলা নিতে আইএস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ফরাসি সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল প্যাসকেল ইয়ানি বার্তাসংস্থা এএফপিকে জানান, একটি মোটরসাইকেলে চড়ছিলেন বউরা। সে সময় তাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে তার মৃত্যু হয়।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর