মিয়ানমারে জেড খনিতে ভূমিধস, নিখোঁজ ১০০
২২ ডিসেম্বর ২০২১ ১২:৪৪
মিয়ানমারের একটি জেড খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছ। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০০ জন নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন। খবর আলজাজিরা।
উদ্ধারকারী দলের সদস্য কো এনই বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দেশটির উত্তর কাচিন রাজ্যের হপাকান্ত খনিতে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ থেকে ১০০ জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
কো এনই আরও বলেন, মৃতদেহ উদ্ধারের জন্য প্রায় ২০০ জন উদ্ধারকারী অভিযান পরিচালনা করছেন। এছাড়াও কাছাকাছি একটি হ্রদে মৃতদের সন্ধানের জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে।
মিয়ানমারের অত্যন্ত মূলবান খনিজ পাথর হলো জেড। তবে অনিরাপদ পরিবেশে কাজ করার জন্য প্রতি বছর দেশটিতে প্রায় ১০০ জনের মতো নিহত হয়। লোভনীয় এই রত্ন রেব করার জন্য কম মজুরিতে অভিবাসী শ্রমিকদের ব্যবহার করা হয়।
সারাবাংলা/এনএস