অর্থপাচার ‘সিরিয়াস অফেন্স’
২৩ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫
ঢাকা: অর্থপাচার বর্তমান সময়ে সবচেয়ে গুরুতর অপরাধ (সিরিয়াস অফেন্স) বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের তৎকালীন সেক্রেটারি জয় গোপাল সরকারকে চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বাতিলের আদেশ দেওয়ার সময় আপিল বিভাগ এমন মন্তব্য করেছেন।
২ নভেম্বর আপিল বিভাগের দেওয়া ওই আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে। আদেশে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তির করতে বলা হয়েছে।
এর আগে, ১৯ আগস্ট হাইকোর্ট বেঞ্চ জয় গোপাল সরকারকে চার মামলায় জামিন দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ২৩ আগস্ট হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন।
তারই ধারাবাহিকতায় আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওঠে। ২ নভেম্বর জয় গোপাল সরকারকে চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদেনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। জয় গোপালের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
প্রসঙ্গত, জয় গোপাল ছিলেন ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলার। অবসরে গিয়ে ক্লাব পরিচালনা পর্ষদের সদস্য হন। পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে ক্লাবটির সাধারণ সম্পাদক হন জয়। গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে গ্রেফতার করে সিআইডি। এরপর গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা হয়। দুই ভাইয়ের (এনু ও রুপন) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জয় গোপালের নাম উঠে আসে। এরপর ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার লালবাগ থেকে জয় গোপাল সরকারকে গ্রেফতার করে সিআইডি।
সারাবাংলা/কেআইএফ/একেএম