Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি ব্যবস্থাপনা প্রকল্পে অতিরিক্ত ১১৪ কোটি টাকা দেবে এডিবি

স্টাফ করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ১৮:০০

ঢাকা: বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় সাড়ে ১৩ মিলিয়ন মার্কিন ডলার বাড়তি অর্থায়ন করছে এডিবি। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১১৪ কোটি ৭৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবি’র সঙ্গে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবি’র পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল জুলাই ২০১৪ হতে জুন ২০২২ পর্যন্ত । প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে- মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন ও প্রকল্প সুবিধাভোগীদের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন, পরিচালন ও রক্ষণাবেক্ষণ।

ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের ব্যবস্থা, বন্যা প্রতিরোধ করে বিদ্যমান পানি সম্পদের কার্যকর ব্যবহার করা। এছাড়া প্রকল্পের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও উন্নত জীবনমান নিশ্চিতকরণ, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে) এবং তিস্তা সেচ প্রকল্পের অনুরূপ উন্নয়নের জন্য প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

মূল প্রকল্পের জন্য ২০১৪ সালের ১৪ আগস্ট ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তি সই হয়েছে। কাজের পরিধি বৃদ্ধির কারণে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারসহ (এডিবি ১৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, জিওবি ১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার) মোট ৫৮০ কোটি ১৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সংশোধন করা হয়।

প্রকল্পটির আওতায় সরকারি অর্থায়ন ১০৪ কোটি ১৪ লাখ টাকা ও প্রকল্প সাহায্য হিসেবে এডিবি মোট ৪৭৬ কোটি টাকা দেবে। অতিরিক্ত অর্থায়ন হিসেবে এডিবি সাড়ে ১৩ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দেবে। ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। এই ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য।

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিবি কৃষি ব্যবস্থাপনা প্রকল্প

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর