Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ১৯:০৭

ঢাকা: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে করুণ ও মর্মস্পর্শী হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ ঘটনায় গোটা জাতির মতো আমিও বিমর্ষ, বেদনায় শোকাহত। এই শোক সহজে সহ্য করার মতো নয়।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে, বুধবার রাতে ঢাকা থেকে এমভি অভিযান-১০ লঞ্চটি চারশ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেয়। রাত ৩টার দিকে মাঝ নদীতে লঞ্চটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। কমপক্ষে ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের আমলে সারাদেশে শোকের কালো মেঘ সবসময় আচ্ছন্ন থাকে। অখণ্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকাণ্ডে দেশব্যাপী অনিয়মের রাজত্ব চলছে। জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে ফেলা হয়েছে। জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে দেশ পরিচালনার জন্যই দেশব্যাপী হত্যা, গুম, খুন, অপহরণের পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিতাহীন সরকারের খামখেয়ালিপনায় সড়ক, রেল ও নৌপথে নৈরাজ্য স্থায়ী আসন করে নিয়েছে। দলবাজি ও দুর্বৃত্তপনার জন্যই বিভিন্ন খাতে এখন মাফিয়াদের রাজত্ব কায়েম হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান।’

মির্জা ফখরুল বলেন, ‘কোথাও নিয়ম-পদ্ধতির কোনো বালাই নেই। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনের নিকৃষ্ট নমুনা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

এমভি অভিযান-১০ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলের বিবৃতি লঞ্চে আগুন

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর