Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিক মেয়র প্রার্থী বাবুর মনোনয়ন বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ১৯:৪০

নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ‘জয় বাংলা নাগরিক কমিটি’ মনোনীত স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাবুর মনোনয়ন বৈধ ঘোষণার পর আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাসিক নির্বাচন জমে উঠবে বলে মনে করছে নগরবাসী। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, বিএনপি সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং জয় বাংলা নাগরিক কমিটির কামরুল ইসলাম বাবুর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছে সবাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নাসিক নির্বাচনে মেয়র পদে আইভী-তৈমুরসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ

শহর রক্ষার আন্দোলন নিয়ে বছরের পুরোটা সময় কাজ করা জয় বাংলা নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবুর মনোনয়ন গত ২০ ডিসেম্বর প্রাথমিকভাবে বাতিল হয়।

পরে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাবুর মনোনয়ন বৈধ ঘোষণার পর পরই নগরীতে খণ্ড খণ্ড মিছিল বের করে জয় বাংলা নাগরিক কমিটি। মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলও হয়েছে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে।

জয় বাংলা নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর বড় আয়োজনের মধ্য দিয়ে কামরুল ইসলাম বাবু ফের মাঠে নামবেন।

সারাবাংলা/এজেড/টিআর

কামরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নাসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর