Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রস্তুতির আহ্বান গয়েশ্বরের

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ২০:০৭

জয়পুরহাট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবিতে জেলা বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালত সরকারের আজ্ঞাবহ। আদালতে খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার হয়নি। তাই, নিজেদের অধিকার নিজেদেরকেই প্রতিষ্ঠা করতে হবে।

অবিলম্বে, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের হুশিয়ারি দেন তিনি।

এজন্য যে কোনো সময় ডাক আসতে পারে বলে তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের নতুন হাট এলাকায় আয়োজিত ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।

সারাবাংলা/একেএম

গয়েশ্বর চন্দ্র রায়


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর