শেবাচিম হাসপাতালে বন্ধ বার্ন ইউনিট, দগ্ধদের চিকিৎসা সার্জারিতে
২৪ ডিসেম্বর ২০২১ ২২:১৭
বরিশাল: এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৭২ জনকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের বার্ন ইউনিট বন্ধ থাকায় সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের।
রোগীদের মধ্যে পুরুষ সার্জারি ওয়ার্ডের ৩ ও ৪ নম্বর ইউনিটে ৪০ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ২০ জন, শিশু সার্জারি ওয়ার্ডে ৭ জন এবং অর্থপেডিক্স ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। এসব ওয়ার্ডে দগ্ধদের আর্তনাদ আর আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রোগীদের মধ্যে কয়েকজনের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। এছাড়া আরও বেশ কয়েকজনের ৫০ ভাগ পুড়েছে।
এদিকে নিখোঁজ লঞ্চ যাত্রীদের খুঁজে না পেয়ে অনেকেই আসছেন শেবাচিম হাসপাতালে। স্বজনদের না পেয়ে তারাও আহাজারি করছেন। রোগী আর স্বজনদের আর্তনাদে সময় যত বাড়ছে হাসপাতালের পরিবেশ ততই ভারি হয়ে উঠছে।
হাসপাতালে চিকিৎসাধীন এমভি অভিযান-১০ লঞ্চের একাধিক যাত্রী জানান, আকস্মিকভাবে ইঞ্জিন রুম থেকে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। আগুন ও এর সঙ্গে ধোয়ায় লঞ্চ আচ্ছন্ন হয়ে পড়লে প্রাণ বাঁচাতে অনেকই লঞ্চ থেকে নদীতে লাফ দেয়। এসময় লঞ্চের ভেতরে থাকা যাত্রীরা দিশেহারা হয়ে ডাক-চিৎকার দিতে থাকে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছে আত্মরক্ষার চেষ্টা চালিয়েছে। অনেকে তাদের স্বজনদের রেখে নদীতে ঝাঁপ দেয়।
লঞ্চ দুর্ঘটনায় আহত রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ‘শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা। সার্জারি ওয়ার্ডের মেঝেতেই চিকিৎসা চলছে।’
চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় ৭০ ভাগ দগ্ধ তিন শিশুসহ ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকায় নেওয়ার পথে এক শিশু মারা গেছে।
হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘চিকিৎসক না থাকায় দীর্ঘদিন আমাদের বার্ন ইউনিট বন্ধ রয়েছে, তবে সার্জারি ওয়ার্ডে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের সব চিকিৎসক, নার্স এবং স্টাফদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জরুরি বিভাগে সব রোগীকে ফ্রি টিকিটে ভর্তি করা হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অক্সিজেন, বালিশ, বিছানা, কম্বল সরবরাহ করা হয়েছে। এছাড়া ব্লাড ডোনেশন ক্লাবগুলোকে রক্ত সরবরাহের জন্য বলা হয়েছে।’
আরও পড়ুন:
- লঞ্চে আগুন: আরও ২ তদন্ত কমিটি
- লঞ্চে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি
- লঞ্চে ভয়াবহ আগুন: প্রাণহানি বেড়ে ৩৯
- লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের লাশ উদ্ধার
- লঞ্চে দগ্ধদের চিকিৎসায় ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- সুগন্ধার বাতাসে পোড়া লাশের গন্ধ, তীরে স্বজনদের ভিড়
- লঞ্চে আগুন: নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক, যাচ্ছেন ঝালকাঠি
- ঘুম ভেঙে কয়েকশ যাত্রী দেখলেন— মরতে হবে ডুবে, নয়তো আগুনে
সারাবাংলা/এমও
অগ্নিকাণ্ড এমভি অভিযান-১০ দগ্ধদের চিকিৎসা লঞ্চে অগ্নিকাণ্ড শেবাচিম হাসপাতাল