Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে আগুন: ৪০ জনের মরদেহ হস্তান্তর, ৪ জনের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ২২:৩৫

বরিশাল: সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহত ৪০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ময়নাতদন্ত শেষে ঝালকাঠির সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও বরগুনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৩৬ জনের মরদেহ গ্রহণ করেন।

এদিকে নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন-

লঞ্চে আগুন: নানীর মৃত্যুর খবরে বাড়িতে, ফেরার পথে হারালেন মেয়েকে

যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল রাজ্জাক মাস্টার (৬২), বেতাগী উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ হাওলাদার ( ৩৫), বামনা উপজেলার সঞ্জিব চন্দ্রের ছেলে স্বপ্লীল চন্দ্র (১৪) এবং একই উপজেলার মোসা. জাহানারা বেগম (৪৫)।

এর আগে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাওয়া এমভি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ও দগ্ধ হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

এমভি অভিযান-১০ মরদেহ লঞ্চে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর