Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১ ০১:৪৫

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার রাতে রাজস্থানের জয়সলমিরের কাছে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলটের মৃত্যু হয়েছে।

ভারতের বিমানবাহিনীর বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে আটটায় রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে যায়। এতে পাইলট উইং কমান্ডার হারষিত সিনহার মৃত্যু হয়। বিমান দুর্ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

জয়সলমিরের পুলিশ সুপার অজয় সিংহ সংবাদ সংস্থাকে পিটিআইকে জানিয়েছেন, জয়সলমিরের ডেজার্ট ন্যাশনাল পার্কের একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

উল্লেখ্য, চলতি বছরে ভারতে বিমানবাহিনীর কয়েকটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া চলতি মাসেই তামিলনাডুতে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত নিহত হন।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর