Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে আগুনে নিহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ১৪:০২

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগার ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে এবং গুরুতর আহতদের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে অবিলম্বে ১০ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা দিতে বলা হয়েছে।

এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচারিক অনুসন্ধানের জন্য কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রিটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখকে বিবাদী করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আগামীকাল (২৭ ডিসেম্বর) রিট আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক ব্যক্তি।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

টপ নিউজ মাঝনদীতে লঞ্চে আগুন লঞ্চে আগুন হাইকোর্ট

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর