Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার ফের ২ শতাংশের বেশি

সারাবাংলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১ ১৭:০০

প্রতীকী ছবি

আগের দিন কমলেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আবারও বেড়েছে, যা অতিক্রম করেছে ২ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, আগের দিন চার জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন এক জন। অন্যদিকে, আগের দিন ২৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩৭৩ জন। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিন ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞাপন

সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪২টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পুরনো নমুনাসহ এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৭১টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৮৭ হাজার ২০৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৪ লাখ ২৩ হাজার ৮৮টি।

বিজ্ঞাপন

বেড়েছে সংক্রমণ ও শনাক্তের হার

দেশে আগের দিন ২৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৩২৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন এক জন। ৫১ থেকে ৬০ বছর বয়সী এই নারী মারা গেছেন ঢাকা বিভাগে। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬১ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর