বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০
৩০ ডিসেম্বর ২০২১ ২০:৫২
বরিশাল: বরিশাল সদর উপজেলা চরকাউয়া জিরো পয়েন্ট এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।
আহত যাত্রী কবির জানান, পপুলার পরিবহনের ওই বাসটি ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার পথে চরকাউয়া জিরো পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
বাসের একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, ‘হেলপার বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘বাস পুকুরে পড়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের স্টাফরা পালিয়েছে।’
সারাবাংলা/এমও