Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২১ ২০:১৫

নারায়ণগঞ্জ: নিখোঁজের ৫দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার উপজেলার কাইকারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজিব মিয়া বন্দর উপজেলা লক্ষ্যারচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহত রাজিব পেশায় একজন অটোরিকশা চালক। গত সোমবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরে শুক্রবার সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তখন নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

অটোরিকশা চালক লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর