Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২ জানুয়ারি ২০২২ ১৪:১১

দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন শহরে অবস্থিত পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক ডজন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

ক্যাপটাউন শহর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে, পার্লামেন্ট ভবনের ছাদের আশেপাশে কোনো জায়গায় আগুন লাগে। পরে আগুন ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে ছড়িয়ে পড়ে।

শহর কর্তৃপক্ষ সর্বশেষ জানিয়েছে, আগুনটি বর্তমানে পার্লামেন্ট ভবনের তৃতীয় তলায় রয়েছে। সম্ভবত এটি পার্লামেন্টের একটি কার্যালয়ে লেগে পার্শ্ববর্তী জিম সেন্টারের দিকে ছড়িয়ে পড়ে।

তবে দক্ষিণ আফ্রিকার গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া দে লিল পরে স্থানীয় সংবাদমাধ্যম নিউজ২৪কে বলেন, মূলত পুরনো অ্যাসেম্বলি ভবনে আগুন লাগে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পার্লামেন্ট ভবনের উপর আগুনের শিখা দেখা যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

উল্লেখ্য যে, ক্যাপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনের তিনটি আলাদা বিভাগ রয়েছে। যার মধ্যে সবচেয়ে পুরানো বিভাগটি ১৮৮৪ সালে নির্মিত।

সারাবাংলা/আইই

ক্যাপটাউন টপ নিউজ দক্ষিণ আফ্রিকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর