সূর্যের চেয়ে ৫ গুণ বেশি তাপ কৃত্রিম সূর্যের
৪ জানুয়ারি ২০২২ ১৯:২২
চীনে পরিবেশবান্ধব জ্বালানির উৎস নিয়ে চলমান নিরীক্ষা যা বিশ্ব পরিমণ্ডলে কৃত্রিম সূর্য প্রকল্প নামে পরিচিত, সেখান থেকে সূর্যের চেয়ে পাঁচ গুণ বেশি তাপ তৈরি হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত্ব সিনহুয়া নিউজ।
এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৭ মিনিটের এক পরীক্ষামূলক সেশনে ওই কৃত্রিম সূর্য থেকে সাত কোটি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। যেখানে প্রকৃত সূর্য তার কেন্দ্রে দেড় কোটি সেলসিয়াস তাপ তৈরি করতে পারে।
এই অর্জনের ব্যাপারে চীনের বিজ্ঞান একাডেমির প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের বিজ্ঞানী গং সিয়ানজু বলেন, সাম্প্রতিক সাফল্য পরিবেশবান্ধব জ্বালানির উৎস সংক্রান্ত গবেষণায় এক নতুন মাইলফলক।
এদিকে, এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইএএসটি) নামের ওই প্রকল্পের অধীনে পারমাণবিক ফিউশন পদ্ধতিতে আলোর প্রতিফলন ঘটিয়ে পরিবেশবান্ধব জ্বালানির এক অসীম উৎস তৈরির লক্ষ্যে কাজ চলছে। চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের রাজধানী হেফেইয়ে এই গবেষণার কাজ চলমান রয়েছে।
সারাবাংলা/একেএম