Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি থেকে ভারতে আসতেই করোনা আক্রান্ত ১২৫

আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারি ২০২২ ২০:৫৭

ইতালির মিলান থেকে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে আসা এক চাটার্ড ফ্লাইটের ১৭৯ যাত্রীর মধ্যে ১২৫ জনই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তারা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। মাঝে বিমানটি জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাবিরতি নেয়।

পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে যাত্রা শুরুর আগে সব প্রাপ্তবয়স্ক যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন সবার করোনা ‘নেগেটিভ’ আসার পরই তারা যাত্রা শুরু করেন। করোনা আক্রান্ত ১২৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩০ জন।

সারাবাংলা/একেএম

করোনা আক্রান্ত টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর